আমি চাই না অমন শিক্ষা
যা দেবে আমায় ভিক্ষা,
এক ছাপোষা কেরানি জীবন
অবসর নিয়ে মরন।


নয়টা- পাঁচটা করে অফিস
বাড়ি ফিরবো হাতেতে থলে,
ট্রেনে বা বাসেতে চেপে
কোনায় বসে বা ঝুলে ঝুলে।


বউ- ছেলেই আমার জীবন
আর থাকবে না কোন ভুবন,
উঠ বস কথায় বসের
জীবন পুরটা ধ্বসের।


আমি চাই যে সে এক শিক্ষা
যেথা রবে না কোন ভিক্ষা,
রবে শুধু হেথা দিক্ষা
জীবন নামের শিক্ষা।


তবে মরেও হবে না মরন
থাকবো ভবেতে অমর,
বয়ে চলবে আমার সৃষ্টি
ধারা বৃষ্টি অথবা গাঙ্গর।


সবাই আমারে স্মরিবে
আমার জয়ধ্বনি করিবে,
আমি গড়বো আমার দুনিয়া
যেথা আমি আমার রাজা।


সবে প্রকৃতি দিক্ষা নেবে যে
আপন ভুবন গড়িবে,
কথা নেবে না কারো মেনে
চুপ থেকে অথবা নিরবে।


সেদিন সবার পৃথিবী বাড়িবে
ঘর- অফিস টাকে ছাড়িয়ে,
মোর স্বপ্ন হবে যে সত্যি
ছাপোষা জীবনকে উড়িয়ে।


আমি চাই যে এমন শিক্ষা
যা প্রকৃত কারের দিক্ষা
কেও করবে না কাওকে উপেক্ষা
রবে না দয়ার প্রতিক্ষা।