সবুজে সবুজে মিশ্রিত মোর
শ্যামল বাংলাদেশ
ছয় ঋতুতে রঙিন হয়ে
সদায় তোমার বেশ।


সোনায় সোনায় ভরে উঠে
তোমার দেহের শান
সোনা চাষের কারিগরে
গেঁয়ে উঠে গান।


রক্ত রাঙা হয়ে উঠে
তোমার সবুজ বুক
স্পর্শ পেলে ধন্য মোরা
ঘ্রানে তাহার সুখ।।


কোকিল ডানায় ভর করে তুই
খুলিস তোর আঁখি
হৃদয় দিয়ে শুনি আর
মুগ্ধ হয়ে দেখি।


ধারায় ধারায় বয়ে চলে
তোর জলের সীমানা
ঝাঁক বেঁধে সব খেলা করে
মৎস্য আর পোনা।


রূপ রহস্যে ঢাকা যে তুই
সম্পদে ঐ গগন ছুঁই
যেন বিশ্বটাই তোর মাঝেতে
তাই মুগ্ধ আমি তোর সাঁঝেতে।


হৃদয় মাঝে রাখি আমার
লাল সবুজের ছবি তোমার
দিয়ে প্রণাম তোর চরণে
ধন্য আমি এই জনমে।