ব্যস্ত মানুষ ছুটছে দিকবিদিক,
কেউ কারো নয়! নিজ স্বার্থে আপন গন্তব্যে,নিরন্তর ছুটে চলা।


হয়তো কেউ ঘরে ফিরবে,
আপন জনের মায়া কান্নার টানে।
কেউবা নিরুদ্দেশ হবে, অনন্তকালে।


আমি ও ছুটে চলছি,
কোনো এক অজানা গন্তব্যে‼️
পিছনে ফেরার কোনো তাগিদ নেই।
হয়তো বা কলিজা ছেঁড়া টান অনুভবের পর ও ফিরবো না আর মিথ্যে মায়ায়।
এটাই আমার জন্য স্বার্থের মধ্যে সহজ।


কতবার ভেবেছি, আত্মহুতি দিতে!
স্বাদ গ্রহণ করতে, জীবনকে মুক্তি দেওয়ার অপবিত্র মহাষৌধ।
সীমাহীন আকুতি!
তিলে তিলে শেষ করে দিচ্ছে আমার আত্মা কে।
পৃথিবীর ভার বইতে না পারা, এক জড় পদার্থের বেঁচে থাকার ইচ্ছা শক্তি হারিয়ে ফেলা আমি।
সমাজ, সংস্কৃতি, পরিবারের দায়িত্ব এড়িয়ে নিজেকে লুকানোর সহজ উপায় আত্মহুতি।
এই সহজ কাজ টা করতে ও যে আমার ব্যর্থতা।


সেই দিন এক মদ্যপ রমনী কে দেখেছি‼️
প্রেমিকের অবহেলার চাপ নিতে না পেরে,কত সহজে নিজের রক্ত ঝরাচ্ছে।
অথচ আমি মাথার উপর এক পৃথিবীর ভার নিয়ে দিব্যি  ঘুরে বেড়াচ্ছি, নির্লজ্জের মতো।


আমার কি বেঁচে থাকার অধিকার আছে??
সমাজ তো প্রতি নিয়ত, আঙ্গুল তুলে বলে যাচ্ছে, অন্ন ধ্বংসের অধিকার নেই।
তাহলে কি করে , আমি অপেক্ষায় থাকি আর একটা ভোরের??