নিস্তব্ধ একটি শহর, একটি রাষ্ট্র।
হঠাৎ করে বাকরুদ্ধ!
ভাষাহীন আদিমতায় ছেয়ে গেছে
সমস্ত রাষ্ট্রযন্ত্র।
আজ অদৃশ্য ইশারায় শক্তিহীন নিস্তেজ।
জাতির বিবেকেরা প্রতিযোগিতায় মত্ত, প্রেচিষ্ট স্বৈরতন্ত্রের গায়ে তেল মাখতে।
কঠিন সময়ের হুংকার তোলা নেতা,মধ্যরাতে নারী, বাড়ি,গাড়ীর লোভে সেজেছে মুনাফিক।
রাষ্ট্রের মালিকরা আজ মালিকানা বঞ্চিত!সংখ্যাগরিষ্ঠ  বাসস্থান আজ হয়ে উঠেছে শরনার্থী ক্যাম্প।
যুদ্ধাহত সাম্য ও জাতীয়তাবাদী
রাষ্ট্র গঠনের হাতিয়ার সংবিধান হয়ে গেছে অর্থহীন নাটক।
ইতিহাস ঐতিহ্যের মিথ্যে মালিক সেজে,লাল সবুজের বুকে ঠুকরাচ্ছে হিংস্র কালো শকুন।
খুব করে মনে পড়ছে, সেই প্রিয়তম কে!!
বাংলার আকাশে দীর্ঘ যুগ ধরে কালো মেঘ
জমা হয়ে আছে, শকুন গুলো ছুটাছুটি করছে।
মোকাবেলা করার মতো দৃঢ়চেতা মানুষের অভাব!
নেতৃত্ব গুলো ঘুনে ধরে গেছে, নিশি রাতের নাটকে।
সুবেহ সাদেক এখন রূপকথার গল্পের মতো।
ধিক্কার জানাই, আমার মাতৃভূমি নিয়ে ষড়যন্ত্রকারীদের!
তোমাদের মুনাফেকি এই জাতি জেনে গেছে।



প্রকাশকাল ২০১৮ সাল।
সমসাময়িক দেশীয়