এই আমি আজ একলা পথিক,
বসে আছি নিরব নিস্তব্ধ একটি রাতে!
হাজারো চিন্তার পাহাড় মাথায় নিয়ে।
অতি প্রিয়জনের মলিন মুখের
অব্যক্ত আকুতি গুলো বারংবার বিঁধছে এই বুকে।মুহূর্তে হাহাকার করে উঠে অন্তর আত্মা।
আমি এখন কি করবো? কোথায় লুকাবো নিজেকে?আমি যে লড়াইয়ের পরাজিত এক সৈনিক।
সান্ত্বনা পাওয়ার আশায়, সবার দিকে তাকিয়ে থাকি! সবাই কথা বলে শুধু চক্ষু লজ্জায়।
অগোচরে শুধুই তিরস্কার।
আমার প্রিয় মানুষ গুলোর মুখের দিকে তাকিয়ে আজও  কথা বলতে পারিনি।
কেউ বুকে টেনে সান্ত্বনা ও দিলোনা।
আমি কি এমন হারিয়েছি? সামান্য কিছু অর্থ!
অথচ সবাই কে খুশি রাখতে কেউ বলার আগেই নিজেই শুরু করেছিলাম অর্থের সংস্থান।
আজ আমি বড় একা! আমার সবই আছে ,
আমি কারো নই।
আমি এখন পথ খুঁজছি, একটু খানি কান্নার।
নিঃশব্দে শরীরের সমস্ত শক্তি দিয়ে একটু খানি কান্নার।
আমার এই ঘুমহীন চোখ দুটো শুধু খুঁজে বেড়ায়- নতুন করে লড়ার!
দৃঢ়প্রত্যয়ের বীজ রোপন করেছি,এই দুঃখিত ভাঙ্গা হৃদয়ের ছোট্ট কোণে।
একদিন হয়তো সফল হবো!
কিন্ত আমার অতি আপন মানুষ গুলো এই দিন গুলো ভুলে যাবে।
ভুলে যাবে আমার হৃদয় ভাঙ্গা আত্মচিৎকারের শব্দ গুলো।
কতটা ক্ষতবিক্ষত করে দিলো আমার এই হৃদয়টাকে;
শুধুই আমি মনে রাখবো! আর প্রতেকটি ঘুমহীন রাত আমি চিৎকার করে কাঁদবো;
কোনো এক সফলতায়!