প্রিয়তমা, কবিতা লিখার ভাষা আমি হারিয়ে ফেলেছি!
খুবই ইচ্ছে করে নতুন করে লিখি,
বার বার লিখি।
অনেক কথায় মনে আসছে,
লিখতে বসলে আর কলম ঘুরেনা!
তখন, তখন সব কিছুই বিষণ্ণ লাগে।
অস্থির লাগে, নিজেকে ক্লান্ত মনে হয়,
শূন্যতা গুলো চোখের সামনে ভাসে।
এটাই কি আমার কবিতা ?
লিখতে না পারার ভাষা ?
আপন মানুষ গুলোর প্রতারণা,
কিংবা প্রেমিকার অবহেলা,
অথবা হাজারো না পাওয়ার নিরব হাহাকার।
সব কিছুর করুন আর্তনাদ,
কখন যে কবিতার জম্ম দিচ্ছে
আমি নিজেও টের পাচ্ছিনা!
পরিশেষে বলি,
ভালোবাসি কবিতা ও তোমায়।
ভালো রেখো আমায়।