একদিন, অবসন্ন একটি বিকেলে
আকাশ ছোঁয়ার গল্প শুনিয়েছিলে আমাকে।
বলেছিলে-- (এই ভাবে) হাত বাড়ালেই আকাশও ছোঁয়া যায়।
সন্দিগ্ধ বিশ্বাসে আমি হাত বাড়ালাম আকাশের দিকে
অবিশ্বাস্য, আকাশটা ক্রমশ আনত হ'তে হ'তে
আমার হাতের উদ্বিগ্ন মুঠোয় এসে ধরা দিলো!
প্রক্ষালিত কক্ষে সবেগে থমকে দাঁড়ালো সূর্যটা,
বিনীত হলো একাদশী চাঁদটাও; আর নজরানা হাতে
কারা যেন সসম্মানে ডেকে বললো--"সালাম, কবি! তোমাকে সালাম...."


সতৃপ্ত হাসলে তুমি। বুঝলাম--
ভালবাসা এমনই হয়, এমনই...