বিন্দু হ'তে ক্রমাগত সরে সরে দূরে
যে বৃত্ত এঁকেছ তুমি- দারুণ দুরহ সে বৃত্তের
মানচিত্র খুঁজে মিলে নি মুক্তির কোন সন্ধান-
এমনই বৃত্ত-মহাবর্তে আটকা পড়েছ আজ…


সচকিত ছিলে বটে;
তবুও এক রৈখিক সে বৃত্তের বাঁকে বাঁকে
ভরে গেছে পত্র-পল্লবিত শাখায় শাখায়
তুমি শাখা হতে শাখান্তরে উদ্ভ্রান্ত,উদ্বাস্তু
উন্মূল পথের পাগল………!


বাড়িও না পথ আর ভুল রেখাঙ্কনে
কেননা, কাঁটার কম্পাসে মিলে না সকল হিসাব
হিসাবের ধূসর পাণ্ডুলিপিতে যে ছবিই আঁক-
ছায়া তার ধূসরই হবে- খুলে ফেল নীল চশমা চোখের
দেখ, বৃত্ত যে তোমার ধূসরই আছে!


তাই, পার যদি ফিরে এসো সরল রেখায়!
গণিত-গন্তব্যে একদিন ঠিক পৌঁছে যাবে আবার বিন্দুর বুকে
আর বিন্দু, সে তো অস্তিত্বের আপন ঠিকানা……!!