১.
বিরহ সে তো মৃত্যুর সহোদরা বোন,
জানিস? তোর সুখেই তাকে করেছি আপন!


২.
সুখ নয়, ভালবেসে দুঃখই তো করেছি বরন,
এই দেখ্, মৃত্যুর দুয়ারে রেখেছি চরণ!


৩.
ডাকি না বসন্ত আর, দেখি না স্বপন -
এই বেশ ভাল আছি, বেঁচে আছি বুকে ধ'রে আষাঢ়-শ্রাবণ!