প্রচণ্ড বৃষ্টিতে রিকশার হুড তুলে সে
ভেজা নীল শাড়ি, তন্ময় দৃষ্টি আকাশে।


হাতে ধরে রাখা কদম ফুল দেয় ছুঁড়ে,
বাতাসের ঝাপটায় নীলচে আঁচল ওড়ে।


পাশ কাটিয়ে চলে যায়, রয়ে যায় বৃষ্টি,
চশমার কাঁচে ঝাপসা হয়ে আসে দৃষ্টি।


জল ধুয়ে নিয়ে যায় নিস্তব্ধ কিছু ভুল।
ডুবে যেতে থাকে নিষ্পাপ কদম ফুল।


-মিনহাজ উদ্দিন শিবলী
২০/০৮/২০১৭