১।
চায়ের কাপে ডুবতে থাকা মাছি
তলিয়ে যেতে যেতে
ভেবেছিল কি আরেকটু বাঁচি?
শোকসভা তার মৃত্যুতে!


২।
রেললাইন ধরে আসে লোকাল ট্রেন
শত গল্প নিয়ে,
সমান্তরালে চলে যায় একজোড়া প্রেম,
রেললাইন বেয়ে।


৩।
শহর ছেড়ে পালায়ে যায় দেবদূতেরা,
কোন এক সুদূরে।
মানুষের গল্প শুনে ঘুমায় বাচ্চা ভূতেরা,
মানুষেরা ভূতুড়ে!


৪।
একদিন হারিয়ে যায় চিরচেনা ভবঘুরে,
অচেনা কোন গলিতে।
শেষ স্পর্শ, অনুভূতির ক্লান্তি ঘিরে ধরে;
আবার পথ চলিতে...


-মিনহাজ উদ্দিন শিবলী
১৯/০৬/২০১৭