লজ্জা করেনা তোদের পৌরুষত্বে?
তোরা কি পুরুষ না সেও সব মিথ্যে?
নারীর সম্ভ্রমে তোদের লোলুপ দৃষ্টি,
নারী কি তোর পণ্য হিসেবে সৃষ্টি?
বরং তোর জন্মই তো নারী থেকে,
লাঞ্ছিত করলি সে জন্মদাত্রী মাতাকে?
তোর জন্ম, তোর অস্তিত্ব হোক মিথ্যে
আমার সন্দেহ হয় তোদের পৌরুষত্বে।
এত সামান্যেই উত্থিত হয় তোর শিশ্ন?
পরিণত হয়ে অসুরে, ভাবিস তুই কৃষ্ণ?
পুরুষের রূপে পশু তুই, তুই অসভ্য।
জানোয়ারের মত শাস্তি তোর লভ্য।


ক্ষমা করে দিও স্ত্রী, প্রেমিকা, মা, বোন।
সব পুরুষ নয় কো ওই পশুদের মতন।
তবুও পুং জাতির হয়ে চাইছি ক্ষমা,
হারিয়েছে মনুষ্যত্ব, তোমার সম্ভ্রম না।
তুমি এখনও আছ দেবীর মত পবিত্র।
তোমার চরণে অর্পিলাম আমার ক্ষমাপত্র।


-মিনহাজ উদ্দিন শিবলী
২০/০৪/২০১৫