নির্ঘুম রাতে খোলা ছাদের রেলিংয়ে
উদাস মনে জোছনার সঙ্গ নিয়ে
ভাবতে থাকে একজন ইনসোমনিয়াক
এ পবিত্র জোছনা শুধু তারই থাক।

অপার্থিব রূপালি অংশুমালার সৌন্দর্য
মুছে দিক যত পার্থিব পঙ্কিলতা-কদর্য।
জোছনা স্নানে নেমে যায় ইনসোমনিয়াক,
যত পার্থিব স্বার্থ তার মুছে যাক।
সে স্বার্থপর, রেখে দিতে চায় এ আলো-
পার্থিব স্বার্থ তোমাদের জন্যই ভালো।
অপার্থিবতায় ইনসোমনিয়াকের যত লোভ
জমে থাকে কিছু নিকৃষ্ট মানসিকতার ক্ষোভ।

মাথার সোনার মুকুট গলে মস্তিষ্ক জমে
পরচর্চার তীব্র ঝাঁঝালো ঘ্রাণ যদি কমে-
দেখে তোমাদের আপাত প্রাপ্তির রেশারেশি
স্বার্থপর ইনসোমনিয়াকের মুখে অবুঝ হাসি।
দিনশেষে দেখা হবে সব পাওয়ার ওপারে
ইনসোমনিয়াক অপেক্ষায় কে জেতে-কে হারে।

-মিনহাজ উদ্দিন শিবলী
২১/০৫/২০১৫