সেদিনও দুই চাকায় ভর দিয়ে,
বাতাসে লোহার ভেলা ভাসিয়ে;
একলা ভ্রমণে,
উদাসী চনমনে।
খসখসে পিচের অমসৃণ প্রেমে
সে যাযাবরের পা থাকেনা থেমে।
যাচ্ছ কতদূরে?
শুধায় ভবঘুরে।
বিদ্রোহী সূর্যটা ঘাড়ে উঠে বসে,
দিনের চাঁদটা তারে দেখে হাসে।
পথ আঁকাবাঁকা,
ঘুরে চলছে চাকা।
পথের মায়ায় যাবে নাহয় হারায়ে,
নাগরিক এসব কোলাহল তাড়ায়ে,
সব পেছনে ফেলে,
এক যাযাবর ছেলে।
-মিনহাজ উদ্দিন শিবলী
১২/০৩/২০১৭