মেঘেরা যখন বৃষ্টি হয়ে ফোঁটায় ফোঁটায় ঝড়ে-
কখনো ভেবেছ! কতটা কষ্টে মেঘ জল হয় ?
কালো মেঘে ছাওয়া গুমরো মুখো আকাশ,
ফর্সা গালে কালোর রেখাপাত যেনো-
কষ্টেরা অক্ষম ক্রোধে ফেটে পরে-বিজলী হয়ে
কিংবা ভালবাসায়, সংঘর্সে, মিলনে জল হয়ে।
ঠিক তোমার মতো! কালো আকাশ চিড়ে নামে-
কি ভয়ানক সৌন্ধর্য্য, ভয়াবহ, জীবন নাশী ।
তারপর আমি মুগ্ধ হই। রাগ করোনা !
প্রকৃতির এই বিমুর্ত রূপ, রস, রঙ উপভোগ করতে চাই
কিছুটা।রিস্কি হলেও! প্রয়জনে তোমাকে হারিয়ে হলেও !
অবাক হচ্ছো ? আমার জন্ম জল থেকে, ঝড় থেকে-
এক পলশা বিজলী থেকে।
জলতো জলেই বিলীন হবে! তুমি একটা উপলক্ষ মাত্র।
যদি মেঘ হও, আমায় পাবে। ঝড় বইবে।বিজলী জ্বালবে।
জলের ফোটায় জন্ম নিবে একটা মানব শিশু।
নতুন প্রজন্ম, নতুন জলের।  


02-8-2016