একলা আকাশ, একলা আমি ভাবছি মনের ভুলে ,
উদাস চোখে দেখছি আকাশ হৃদয় কপাট খুলে।
মিষ্টি হাওয়ায় ভেসে এলো হাস্নাহেনার ঘ্রাণ,
হঠাৎ কতক ঝিঁঝিঁপোকা  ডাকলো মনে বান।  
জোনাকপোকা জ্বাললো আলো মন ভরালো সবে,
লিলির ছোয়ায় রাত্তিরে সব মিটল  আশা তবে!


মেঘ বৃষ্টি সন্ধ্যে আর কাদামাটির জোড়,  
জলে ভেজা শীতল বাতাস নাড়িয়ে দিল দোর।
গুড়ুম গুড়ুম মেঘ ডাকে ঐ বিজলি নামে বেয়ে,
খেলার মাঠে দুষ্ট ছেলে ইচ্ছে মতো নেয় নেয়ে।
বিকেল থেকেই একলা পথিক চলছে ঘরের পানে,
কামিনী ঝোপে দোল লেগেছে পুবাল হাওয়ার টানে।
কিচিরমিচির  থামিয়ে পাখি চলছে নিড়ের খুঁজে,
বিকেল গড়িয়ে সন্ধ্যে তখন এলো আপন বুঝে।


কানে গুঁজা কলম খানা হাতে নিয়ে যখন,
আঁকিবুঁকি আঁকছি কেমন ডায়রি জোড়ে তখন!
রজনীগন্ধার সবুজ ডাটায় থুকায় থুকায় সাদা।
গন্ধরাজে মাতাল হতে নেই কোন আজ বাধা।  
বকুল বেলির স্নিগ্ধ কোমল আদোরে মাখা ঘ্রাণ,
কবিতা ভুলে সেই কখন কেড়েছে আমার প্রাণ!!


সাকিব মুস্তানসির
6-07-2016