পৃথিবীতে আছে কিছু গুন্ডা কি গুন্ডু
রাত দিন কাটে বসে ধর্মের মুন্ডু!
মসজিদ মন্দির প্যাগোডার শুল চায়!
ধর্ম এলার্জিতে কারো কারো চুলকায়!
ধর্মের কিছু লোক থাকবেই ভন্ড
তাই দেখে কেন দাও ধর্মের দন্ড?


শিক্ষিত্ বদমাশ আগাগোড়া মস্ত
ধর্ম সে শুনলেই হয়ে ওঠে ত্রস্ত!
অধর্ম চাস তবে তুই কিরে হাদারাম
ভূত দেখে তোর মুখে শুনি রে রাম নাম!
আধুনিক বড় হিট মুখে বড় গুম্ফ
দাড়ি টুপি দেখলেই লম্ফ ঝম্প!
ছোপ ছোপ রক্ত যে দেখি কারো হস্তে
ধর্মকে খুন করে আল্লাহর ওয়াস্তে!
মাঝে মাঝে তারা দেখি ধার্মিক বনে যায়
বুঝিনা ছল চাতুরী কি আছে তার মনে হায়!
ধর্মের বিপক্ষে দিলে দু'চার ঢিল
হওয়া না কি যায় আজ দুনিয়াতে সুশীল?
এরাই সমাজের মান্য আর গণ্য
করতালি দেয় কেউ ধন্য হে ধন্য!
কেউ বা মুক্তমনা আনে নাকি মুক্তি
দিয়ে যায় সারাদিন বড় বড় যুক্তি!
কেউ বা গর্ব করে বলে সে নাস্তিক
আমরা বোকারা সব নাকি আস্তিক!


আমরা বোকারা আছে তাই সীমানা
অসীমের পুঁজা করি তোরা দুরে ঝিমা না?
মুক্তমনা বলে নেই কিছু বন্ধু
মনের মুক্তি বলে খোঁজ কোন সিন্ধু?
দিগন্ত ছুঁতে তুমি নেমে পড়ো হুরমুর
যতো কাছে যাও তার যায় সে ততো দূর!
শেষে এসে বলবে হে, ও তো দেখি নিঃসীম
বৃথা শ্রম বৃথা যাবে বিফলে সে স্কীম!
মহাকাশ কত বড় জানো তুমি জান কি
কি দিয়ে মাপবে আছে কি সে মাপনি?


শেষে দিবে ক্ষান্ত
হবে তুমি ক্লান্ত হবে...উদভ্রান্ত...


হিম হয়ে বলবে....এই তো সেই অসীম!
যাকে অনাদিকাল থেকে
কোন বুদ্ধি খরচ না করেই
শুধু সরল বিশ্বাসের তরে
বোকারা মানতো!!!
কোন রূপ গবেষণা ছাড়াই...
ক্যমনে ওরা জানতো????...


তবু তো কিছু লোক ঘাড় বেঁকে ঘুরবে
পদে পদে ধর্মের ভুল শুধু ধরবে
সে কথাও ধর্ম তো বলে গেছে বহু পূর্বে!!!