আমরা কী? আমাদের কী থাকা উচিৎ কী করব কী করছি?
কিসে ভালো কিসে মন্দ ভ্রুক্ষেপ নেই!
হয়ত জানি নাই আবার হয়ত জানি
জেনেও প্রতিদিনই দেদারছে মিথ্যা বলছি অভিনয় করছি!
কি খাচ্ছি? জেনেও জিহবার তৃপ্তির লোভে পেটে চালান করছি
ভাজা পোঁড়া মসলার সমৃদ্ধ ঢেকুরে পেট ভরছি আবার ভরে নাই!
খাই! খাই! থেকে যাচ্ছে ক্ষতি জেনেও চুরুট টানছি তামাক চুষছি
অন্যকে দুষছি বিষের লেভেল সেটে দিয়েও হারামকে হালাল করছি
কি লিখছি? কার জন্য লিখছি? কি বলছি? কাকে বলছি? কি শুনছি?
লক্ষহীন! আমাদের চেঁচামেচি খোঁচাখুঁচি দৌড়াচ্ছি লাফাচ্ছি কিলাচ্ছি
বিলাচ্ছি! অপরিক্ষীত সত্য নাকি মিথ্যা নাকি প্রমাণিত নাকি শুভ?
নাকি অশুভ? জেনে না জেনেও বলাৎকার করছি! জোর করছি!
কলম ঘষছি কলম পিষছি দাঁত পিষছি ভাব পুষছি অকারণে
কাশছি অকারণে হাসছি কাঁদছি মিথ্যের ফাঁদ পাতছি ঘাটছি
ঘুটছি অযাচিত ফুঁটছি মাথা কুটছি মঙ্গল জানিনা মানিনা
অমঙ্গল বুঝিনা সত্য খুঁজিনা আমি তবু আমার মতই ঠাঁট নিয়ে
কি সুন্দর গোয়ার্তুমির পথেই কেবল বিফল হাটছি আর খাটছি!…….