হাতির ফোঁস ফোঁস প্রেম একবার পুচকে পিঁপড়েকে দেখেছিলো শুড়ে
একদিন কানে কানে বলেছিলো আর মরো না বন্ধু কালির কাঁদায় পুড়ে
আমি ক্ষুদ্র আমি স্বীকার করেছি আমি চিরদিন প্রকৃতির বুকে শুধু ঘাস
তুমি পাহাড় হতে চা'বে দুনিয়াতে ঘাস হলেও হবে তুমি দীর্ঘকায় বাঁশ
দিতে চাও গরিমার জ্ঞান আমি পড়ে আছি প্রকৃতি ঐ পুরোনোর টান
আমাকে আটকে রাখেনি ভাংঙেনি ঝড়ে দিব্যি বাঁচে তো ঘাসের প্রাণ
তুমি উঁচু হবে হও ঝরে যাবে পড়ে যাবে একদিন দেখো শক্ত শেকড় !
উপড়ে যাক বলি না আমি থাক ফারাওয়ের মমি হও ইতিহাসে অমর!!‍
তুমি বলেছো বদলে দিয়েছি তবু আমার নিষ্পাপ পাপের সে শব্দগুলি
তুমি মেনেছো "লাকুম..”তাই বিষে বিষ ঘুম তোমার তুমি যাওনি ভুলি
তুমি নিজেকেই নিজে ভেবেছো ষাট দিনের এক পবিত্র শিশু আর যীশু
নিজেকে নিজেই গুরুত্ত্বপূর্ণ করে তুলে এনে বললে যে বন্ধু কুকুর কিছু
শব্দ নিজের করে নিয়েছো আমি আজো বলি নাই সে সব অভিযোগ
আমি তো তোমার শব্দের তাফসীর করিনা বলিনা করো যোগ বিয়োগ!
বন্ধু বলেছি তাই, তোমার ধরি নাই আজো আমি সত্যিই কোন খুঁত
কেন তবু জোর করে তুলে নাও নিজেই নিজের ঘাড়ে ভূয়া ভূত-
ভবিষ্যত বলে দেবে সময়ই একদিন করবে যে অকাট্য সত্য প্রমাণ
তুমি আমি নচ্ছার বুঝবেনা স্রষ্টার কৌশল আর কি যে তাঁর শান !!!!!



[দুঃখিত মন্তব্যে প্রয়োজন নেই, তাই আপাতত বন্ধ করা আছে..]