কবিতার পথে হেটেছি কিছু কাল
পাইনি আজো যে
আমি তারই নাগাল
যখনি ধরতে গিয়েছি তার ভাল
হেসে হেসে বলে আরো তুমি কিছু কাল..
হেটে হেটে যাও শিখে শিখে নাও
কেমনে হাসে সে ফুল পাখিরা পৃথিবীতে বহু কাল!
ক্ষনেক নাচাও ক্ষণেক হাসাও বেহাল বেহালা তাল
ধুয়ে মুছে ফেলো জীবনে তোমার আছে যত জঞ্জাল
হয়ত একদা পেলেও পাবে কবিতায় তোলা পাল
মরণ তোমার উজান বায়ে ছুটছে নৌকো কেবলি
ভাটির দিকে যেখানে এসে থেমে যায় মহাকাল!..