অবিশ্বাসী যুক্তিবাদী বন্ধু তুমি কি দোয়ায় বিশ্বাস করো?
মাতার? পিতার? গুরুজনের? বলো দোয়ার ভেতরের ধর্ম
কি আছে বিজ্ঞান? তাহলে কি ধর্মে বিজ্ঞান নেই??
তাহলে কি বিজ্ঞানে ধর্ম নেই? অথচ মুখোমুখি দাঁড় করো?
ধর্ম বিজ্ঞানের যুদ্ধ বাধাও?
তোমরা না কি শান্তিও চাও?
তবে আজ জেনে নাও সালাম অর্থ শান্তি যা কোন "ধর্মেরই দোয়া"
ধর্মের নির্দেশ! এমন কি কোনো এক ধর্মের নামই শান্তি বা "ইসলাম" বলে!
সব ধর্মই শান্তির কথা বলে যদি তা কেউ মুছে না ফেলে!
ঢেকে না ফেলে!
কি ধর্মের ভেতরে কোন বিজ্ঞান যুক্তি খুঁজে কি পাও?
শোনো অন্ধ ধর্ম বলে "মানুষ মানুষের গোলামি করবে না" যাও!
মানুষের অহংকার শক্তি দাম্ভিক মাথা নত হবে তাও একমাত্র
স্রষ্টার পায়ে! মানুষের নয় গোলামি করবে স্রষ্টার একমাত্র হাঁ !!
কখখোনো না!
মানুষের হক অধিকার নষ্ট করলে স্রষ্টা তাকে ক্ষমা করবেন না!
যতক্ষণ না ঐ মজলুম জালিমকে ক্ষমা না করবেন ততক্ষণ না!!!‍
যদি জানতে বন্ধু সত্য ধর্মে কতটুকু মানুষের অধিকার নারীর অধিকার
গরীবের অধিকার শিশুর অধিকার পশু পাখি গাছ পালা পরিবেশের কতটুকু
অধিকার রয়েছে ধর্মের ভেতর!যদি জানতে ধর্মকে ভিলেন বানাতে কত মিথ্যা
চাপানো আছে ইশ্বরের ঘাড়ে যদি জানতে ধর্মের ভেতর কোনো অযৌক্তিকতা
কোন অবৈজ্ঞানিকতা কোন অন্ধকারতা নেই তবে তোমাদের কলম তোমাদের
মিথ্যার মুখ তোমাদের জড় ভাবনারা থেমে যেতো খুব! পৃথিবীর অত্যাচারী শাসকেরা
কেঁপে উঠতো হাতুরি কাস্তে কোদালের রক্ত ঝরানো থেমে যেতো! আর জঙ্গীরা
আত্মহত্যা করতো মিথ্যাবাদী যাজক বিশপেরা পালিয়ে যেতো মসজিদ মন্দির গির্জার
বিরুদ্ধে কলমের কালী নষ্ট করতে হতো না যদি সঠিক ধর্মের সত্য জানতো ওরা
ধর্মের অধিকারে উপসানালয় হয়ে উঠতো মানবতার শেষ আশ্রয় আর্ত গরীব মজলুমের
বিচারালয় ধর্ম হতো মানবতা কুমিরের কান্না যেতো দ'লে ক্ষুধার্ত কুকুরের ঘেউ ঘেউ
যেতো চলে রাস্তায় ভিখারির বিবস্ত্র ধর্ষিত লাশ নয় অতি সন্তর্পনে দানের হাত চলে যেতো
লোক চক্ষুর অন্তরালে!
জেগে উঠত সবার মনে স্রষ্টার ভয় আর প্রেম ফিরে পেত মৃতেরাও প্রাণ...
ফিরে আসতো তবে পৃথিবিতে একসাথে মানবতা যুক্তি ধর্ম আর বিজ্ঞান !