না না আমি
শুনিবনা কারো কথা
আমার ভালো
সবচেয়ে ভালো
বুঝিবে বিধাতা ।
আঘাত করুক বিরোধীরা যত
এ দেহ হোক ক্ষত বিক্ষত
সয়ে যাব
কিছু বলবনা অযথা ।
আমি হবনা তো হায়
তাদের মতো
ব্যবধান তবে রইলনা তো
ভালো আর মন্দটা ।
আমি হেসে যাব
ভালবেসে যাব
যে জন করিবে
বিদ্রুপ তামাশা ।
কায়মনে
প্রার্থনা করিব সে জনে
একদিন বোঝে যেন সত্যটা ।
যতই লোকে দেখুক আমাকে
বাঁকা আর আড় চোখে
আমি শুধু হাসিব মৃদু
দুঃখ পেয়েছি
কোনদিন বুঝিতে দেবনা তা ।
আমি জিতে যাব
হেরেও যে ভাই
এ হারাতে দুঃখ তো নাই
যদি তবু খুশি থাকে
আমার বিধাতা ।
বন্ধুর পথে চলিব আমি
বেছে নেব সব কাঁটা
প্রভু রাজি
আর খুশি হলে হায়
হাসি মুখে দেব প্রাণটা ।
আমার ভালো
সবচেয়ে ভালো
বুঝিবে বিধাতা ।


না না আমি
শুনিবনা কারো কথা ।।