এখন সবাই গ্লোবালাইজেশন বলছি
এখন সবাই স্থান কাল পাত্রের উর্ধে
উঠতে চাই
কিন্তু বিবেক সেতো প্রিলোডেড চিন্তার গোঁড়ামিতেই
ঘুরপাক খাচ্ছে ভাই!!
ঘুরপাক খাবারইতো কথা ।
কারন আমাদের হাতে নেই
বিবেকের কোন ষ্ট্যান্ডার্ড মাপনিটা!
একমত হবার সে মাপকাঠি কই?
সবইতো আর কেজিতে যায় না মাপা
আলো আর শব্দের একক হল দুই।
সত্যের মাপ কাঠি তবু বলি এক আল্লাহ্
যদি মেনে নেই কোরানের দাড়িপাল্লা!
স্থান কাল পাত্র যাবে মুছে
গ্লোবালাইজেশনে নিবে শুষে
সাম্যবাদ কেবল তখনি আসবে
ভারসাম্যেতে ফিরে
নইলে দজ্জাল লইবে সব ঘিরে
একতার মণ্ত্র পাবনারে ফিরে।