তোমাকে দেখিনি তবু দেখেছি রূপালী চাঁদ আকাশের কপালে টীপ।
তোমাকে দেখিনি তবে দেখেছি ফেনিল সমুদ্রের ঢেউ সবুজ বদ্বীপ।
কতকাল নিয়েছি গন্ধ গোলাপ বকুল
রজনীগন্ধা আর হাসনাহেনার
নরম বাতাসে আরো কত নাম না জানা সূরভি চেনা অচেনার।
খেয়েছি সুমিষ্ট জল দেখেছি ভোরে শিশির টলমল ঘাসের 'পরে;
কুঁয়াশার অন্ধকারে ডেকে ওঠা কাক দেখেছি আদরে।
শুনেছি লক্ষ্মী পেঁচার ডাক নিশুতি পাখিদের সাথে;
শুনেছি নীরব নিস্তব্ধ প্রকৃতীর ভেতর
তোমার নামের কলরব রাতে।
তোমাকে দেখিনি অনুভবে আমি টের পাই;
তোমার মহান প্রেমে ভালবেসে দিও প্রভু ঠাই।