আমার সমস্ত আবেগ শ্রান্ত হয়ে পড়ে
আমার কাব্যে ক্লান্ত হয়ে যায়।
আমার ভাষাগুলো মুষড়ে পড়ে আর ভাবনার মুখ থুবরে পড়ে হায়!
বিস্ময়ে বিনত মাথা জমিনে রাখি
বিনীত হৃদয়ে প্রিয় তোমারে ডাকি
তুমি দিও সাড়া।
তোমার আকাশ দেখি তোমার সাগর দেখি সবিস্ময়ে আমি আত্বহারা!
দেখে তোমার সৃষ্টিকুলে আমি যাই সব ভুলে প্রভু প্রেমে হই আমি পাগলপারা।
চাঁদ দেখি জোৎস্না মাখি ফুল ফল বিহঙ্গ সে কি! ভেবে হই সারা!!
দিগন্তের নীলিমায় মেঘেরা ভেসে যায়
অথচ আবার দেখি খসে পড়ে তারা!!
আশ্চর্য আবেশে আমি তোমার প্রেমে প্রভু দিয়ে যাই ধরা।