কারো পথ কেউ বাতলে দিতে পারে কি?
আমি যখন কেবলি মানুষের প্রশংসা পেতে
উন্মুখ হয়ে থাকি তখন সমালোচনাকারীর
কোন সত্যকেও মনে হয় মিথ্যার বিষ!ফাঁকি!
মেকি মিথ্যার বীজ একি!
ছড়িয়ে পড়েছে আজ মাটি পানি বাতাসে!
মানুষের হৃদয়ে প্রোথিত জানি সেই বিশ্বাস বীজ
অঙ্কুরোদগম হবেই আধুনিক অনুকূল পরিবেশে
সত্য আজ সত্যিই
ব্যবসার মতো!
মুনাফার মতো!
মিথ্যার সিন্ডিকেট ভাঙতে পারব?
এমন প্রতিশ্রুতি
আমার ইশতেহারে লিখে দেব কী?