হাতছানি দিয়ে ডাকছো আমায়?
যাব, একটু সময় দাও
স্বপ্ন ভেঙেছে অকালে
চোখের তলে জমেছে একরাশ ক্ষোভ
বিছানায় পড়ে অনাদরে গতরাতের অজস্র ক্লান্তি।


একজোড়া পায়রার বকুম বকুমের নেই বিরাম
টুকরো টুকরো খিল-কাঠি জুড়ে
বেঁধেছে স্বপ্নের বাসর পরিত্যক্ত দালানের কার্নিশে
রাত জাগা অদ্ভুত রঙের কুকুরটি বিশ্রামে মগন
বড্ড আদরের নেংটি, তবুও একাকী।


নিঃসঙ্গ রাত, চুপিসারে ডেকেছিলো মধ্যরজনীতে
পাহাড় চুড়োয় রাতের পাখির শিস বেজেছিল কানে
অনেক কথা আছে,
বলব সব, শুধু তোমায়।


যুবতী নদীর আকুতি
তার হাঁটু জলে ভিজে একাকার একদল রাখাল
তার অন্তরের দীর্ঘশ্বাস আর মনের দুর্গন্ধ রয়ে যায়।
সবকিছুই অধরা জীবনে
আর ভালো লাগে না।


পারতে যদি বর্তমানের দিশা বদলাতে
গহীন তমসকে সাদরে গ্রহণ করতে
সাগরের বুকে মাথা রেখে স্বপ্ন দেখতে
উথাল নদীর ঘাটে বাসর ঘর বাঁধতে
খুব ভালো লাগত।


দাঁড়াও, সাজিয়ে রাখি ফেলে আসা দিনগুলো
অযত্নে পড়ে মেঝে তলে
ভাসিয়ে দিই বাসী ফুলগুলো
তারাও অযত্নে পরে ডাস্টবিনে
ঠাকুরের পদতলে আর যে নেই ঠাঁই।