জীবনের শাখা-প্রশাখা থেকে
এক এক করে ঝরে যায় সব স্বপ্ন
কিছু পূর্ণ, কিছু অর্ধপূর্ণ, কিছু অসমাপ্ত।
অকালেই নিঃশেষিত বাঁচার সব রসদ
অনাহারে সুপ্ত শিকড়-বাকরের আর্তনাদ
প্রতিধ্বনিত হয় শুভ্র সন-মর্মরের কোণে কোণে।
বর্ষার আগমনে আঁখি মেলে রোদেলা দুপুর
গ্রীষ্মের প্রকোপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর
আহ্নিক গতির ফেরে পরিশান্ত জীবন-পথ
ক্লান্ত মন অতিষ্ঠ মস্ত বোঝের অত্যাচারে
জলসিক্ত করেও আর নেই কোনও লাভ
মন মেরুতে ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে শীতের দাপট।।
পিঘলিত হয়নি হৃদয়ের শুকনো বরফ
চোখ মেলে বসে আছি, পুবের দিশায়
জমেছে পুরু কালির প্রলেপ চোখের তলে
অনন্ত অপেক্ষা, ক্লান্ত মন, ক্ষান্ত হয়নি এখনও আশ
বসন্তের ঝরা পাতার আকুতি বোঝে কে!!
ফিরে আসবে তো??