আমি এক দৃঢ় অঙ্গীকার
সৃষ্টির নেশায় বুঁদ হয়ে
শত সহস্র রোমাঞ্চের মাঝে
নিজেকে হারিয়ে প্রস্ফুটিত মহীরুহ।


আমি এক নিরবচ্ছিন্ন আসক্তি
স্রোতের বিপক্ষে হাঁটতে হাঁটতে দেখি অগুনিত স্বপ্ন
শপথ নিয়েছি অসাধ্য সাধনের  
কি পেলাম, কি হারালাম, হিসেব রাখিনি।


আমি এক বিহঙ্গ
সুনীল আকাশে মুক্ত হয়ে উড়তে চেয়েছি
নদী হয়ে মহাসাগরে বিলীন হতে চেয়েছি
বিরক্ত আজ বাঁধাধরা নিয়মের বেড়াজালে।


আমি রঙ্গমঞ্চের এক সাধারণ চরিত্র
সাদা-কালো বেরস চরিত্রগুলোর
বুকে ফুঁকে দিই নিত্য প্রাণের আলো
আজও প্রতিশ্রুতি-বদ্ধ সে ধারার বহনে।


আমি এক তৃষ্ণার্ত মরুভূমি
বেজান হৃদে তুলতে ভালবাসি ঝড়
ভালবাসার অমরত্বকে আশ্রয় দিতে ভালবাসি
কখনও মেঘ-ভাঙা বৃষ্টি হয়েও ঝরে পড়তে ভালবাসি।


আমি এক ছায়াবৃত,
লুকিয়ে রাখতে ভালবাসি নিজেকে সদা  
যখন আমি দীপশিখা,
ছড়িয়ে দিতে ভালবাসি আলোর বন্যা দিকেদিকে।