অব্যাহত থেকেছে জীবন ধারা
নিরন্তর এবড়ো খেবড়ো পথে চলেছে,
কখনো ধীরে, কখনো তীব্র গতিতে
বিরক্তিকর একঘেয়ে চলার পথ
কিছু না কিছু পরিবর্তন একান্তই জরুরি।
অনেক দিকভ্রষ্ট হয়েছে বাল্যকাল ও যৌবনে
এখন সামনে দাঁড়িয়ে এক অনন্ত বৃদ্ধাকাল
এখন স্থিরতা অতি আবশ্যক।
বোহেমিয়ান জীবনযাপন সঙ্গী ছিল
পুরানো দিনের রোজনামচা
এখন জীবনের অন্তিম প্রহরের অন্তিম বাঁকে
স্থিরতা অতি আবশ্যক।
যৌবনের অহংকারে কেটেছিল সুন্দর দিনগুলো
এখন শরীরের চামড়াতে দৃঢ় পর্বতের ন্যায়
উঁচুনিচু, অসমান পলির খাঁজ,
হাড়গোড়গুলোও ক্লান্ত, অসহায়
একনাগাড়ে ধরধর হৃৎপিণ্ডখানিও পরিশান্ত
এখন সেও বদলের আশায়
হোক না সামান্য পরিবর্তন জীবনে
ক্ষতি কি?
স্থিরতাও অতি আবশ্যক সময়ের বিবর্তনে।