বর্ষবরণের অন্তিমলগ্নের প্রস্তুতি তুঙ্গে
শহর সেজেছে আলোর বন্যায়
চারিদিকের রোশনাই আর
হুজুগে মানুষদের বিচিত্র শোরগোল
কিন্তু ব্রিজের তলে এখনও ঘুটঘুটে আঁধার
পর্যাপ্ত আলো জ্বলে ওঠেনি সেখানে
ঘিঞ্জি ঝোপর ঘরে ঘরে,
শুধু চিৎকার, চেঁচামেচি হাসি কান্নার রোল
পাশে কুখ্যাত নালা
আচ্ছা নালার দুর্গন্ধ কি সুবাস ছড়ায়?
ফুটপাথে একটি শিশু বেশ কিছুক্ষণ ধরেই
ঘ্যানর ঘ্যানর করছিল একনাগাড়ে
খিদের তাড়নায় নিশ্চয়?
মা ব্যস্ত, মাতাল স্বামীর সেবায়
সারাটাদিনের হাড়ভাঙা খাটুনির শেষে অল্প একটু দেশি আর কি!
দিনের শেষের প্রাপ্যকে কি অস্বীকার করা যায়?
বধূর অঙ্গে ছেড়া ফাটা মলিন শাড়ি  
তবুও শশব্যস্ত ইজ্জত ঢাকতে
অর্ধ-নগ্ন বস্ত্রেও সে যেন বিশ্ব সুন্দরী।
ক্রন্দনরত শিশুটি এখন আচ্ছন্ন অঘোর ঘুমে
খিদেও কি ঘুমিয়ে পড়েছে শিশুর সাথে?
কনকনে ঠাণ্ডা, আশ্চর্য তবুও শিহরনের নেই কোনও চিহ্ন
কিছু পরেই বেজে উঠবে বিশালাকার ঘণ্টা
নতুন বছরের অভ্যর্থনায়
আকাশে এখনও উজ্জ্বল জ্বলজ্বলে চাঁদ
কিন্তু আতশবাজির শোরগোলে  
"চাঁদনীর" জৌলুস যেন ম্লান হয়ে গেছে।