চলো খুঁজি মিলে মিশে
হারিয়েছে এক টুকরো মধুর স্বপ্ন।


আধো আধো কাঁচা ঘুম, চোখ কচলে দেখি
আকাশে জুড়ে লালিমার মেলা
নীলের প্রলেপ লেপা আকাশই বা কোথায়?
এই তো ছিল কিছু আগেই স্মৃতির পাতায়
ছিল মায়াবী রাতের ছলনা
আর ডুবন্ত সূর্যের ইতিকথা।।


শিরশিরে বাতাস মম সুবাসে
দাঁড়াও কিছুক্ষণ, সামলে নিই
অক্ষিযুগল এখনও আছন্ন ঘুমের ঘোরে
মাঝের আকাশে মিটিমিটি চাঁদ হাসে
চলো তার রোশনিতে
প্রয়াস করি,
খুঁজি হারানো সেই স্বপ্ন,
হোক না ছোট্ট প্রয়াস
নিশ্চয় খুঁজে পাবো তারে একদিন
কোনও না কোনও দিন
কোনও না কোনও বেশে
পথের কোনও এক অদৃশ্য বাঁকে।।