হৃদয় জুড়ে সেই শিরশিরে অনুভূতি
কার ছায়ার আগমন চুপিসারে?
কালো বাদলের ঘনঘটা মন আকাশে,
রুক্ষ সূক্ষ্ম মুরুভুমিতে প্রাণের অস্তিত্ব
অঙ্কুরিত হচ্ছে পুনরায়।
আবারও তামান্না জেগেছে মনে
শুধু মাত্র একটিবারের জন্য
তোমার কোমল মসৃণ মখমলি ত্বকের আলতো ছোঁয়া পেতে।
দোদুল্যমান মন, পরাজিত আবেগ,
স্থির কদম, এগোতে অপারগ
যদি ভুল বোঝাবুঝি হয় পুনরায়।


সম্পর্কের মায়াজাল ছিল ভালবাসা
বেশ গাঢ়, সুদৃঢ় বিশ্বাসের অটল সেতু ছিল
কিন্তু আজ জীর্ণ, অচল ভেঙে পড়েছে টানাপোড়নের কঠিন অত্যাচারে।


কিভাবে বিশ্বাস করি?
আশ্চর্য , নিজেকেই আলাদা লাগে।
দশক পুরনো আঙিনা অচেনা লাগে
সবকিছুই অচেনা ও নতুন মোড়কে সাজানো গোছানো।
পরিবর্তন,
হাঁ, আশা করেছিলাম
কিন্তু এমন কল্পনাহীন পরিবর্তন ?
কিন্তু নিজ হাতের সাজানো বাগান ছারখার ও ভস্মীভূত
সবকিছুই আজ অতীত আর কল্পনার ক্যানভাস মাত্র
প্রাপ্তি শুধুই শূন্য
প্রাপ্তি শুধুই কষ্ট।
এমন প্রাপ্তি তো প্রাপ্য ছিল না।


ভাগ্যের নির্মম পরিহাস ভেবেই সান্ত্বনা
যাক, অদৃষ্টের হাতে সমর্পণ করেছি
আর এগিয়ে চলেছি।
দুটি পথ আলাদা আলাদা চলে গেছে
ঠিক সমান্তরাল ভাবে দুদিকে
একটির পথিক আমি
অন্যটিতে তুমি
মিলন সম্ভব কি?।