পৃথিবী জুড়ে নিন্দুক তমসা ধূসর
আর মৌনতার আড়ালের শোরগোল
শুধু যে মায়াহীনের কাযা।


আলোর ঝর্ণায় হেঁয়ালি কান্না
নিশিদিন ভেসে যায় অনাদরে
বাতাসের নরম সংস্পর্শে
যন্ত্রণার কালসিটে দাগ
ঠিক আগের মতোই দগদগে।


ক্ষীণ আহবান শুনেছি আর্তনাদের সুরে
বেদনার রঙ এখনও যে ফিকে
যদিও শিয়রে টিমটিম বাতি জ্বলে
কিন্তু কোথায় সেই উষ্ণ আলিঙ্গন?


বাঁধ ভাঙা উত্তাল স্রোতে ভেসে যায় উচ্ছল স্মৃতি
বিরল মেঘের নিত্য আনাগোনা
বেসামাল জীবনের সংকেত ছাড়া আর কি?
আগমনীর বার্তা ক্রমশ বাড়ছে আশেপাশে
চোখের মাঝে ঘুমিয়ে থাকা স্বপ্নগুলো
এই বুঝি জেগে ওঠে।।