একদিন অপরাহ্নে, এক আগন্তুক
ঠেলায় মেলে পসার, বিক্রি করছিল খুশি
অভিনবত্বে উপচে পড়ছিল ভিড়,
এক উৎসুক ক্রেতা বলেই ফেললো
এই যে দাদা - "দাও আমায় অল্প খুশি"
নির্বিকার বিক্রেতা , কিন্তু কোথায় খুশি ?
সামনে শুধু খালি আর শূন্য ঠেলা  
জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে
ধীরে ধীরে পাতলা হয়ে এলো ভিড়।


জীবনকে অদ্ভুত নাড়া দিয়ে গেল আগন্তুক
ধন সম্পদ ঐশ্বর্যের ভিড়ে
কোথায় যেন হারিয়ে গেছে খুশি
একদিন ভাবলাম কোথায় পাই খুশিগুলো
সত্যি সত্যিই কি খুশির বেচা-কেনা সম্ভব?  
আজগুবি সব চিন্তাধারায় মাথা গিজগিজ
দেখিই না অল্পবিস্তর খুঁজে।


বড়ই প্রিয় ছিল মখমলের তোষকখানি
বেচেই দিলাম একদিন সজ্ঞানে
কিনে ফেললাম এক সাধারণ সস্তা মাদুর
কম করলাম আকাশচুম্বী ইচ্ছেগুলো
কষ্ট কি হয়নি ?
অবশ্যই হয়েছে,
অনেক অনেক কস্টের সম্মুখীন হয়েছি নিত্য
কিন্তু সাধারণ জীবনযাপনের মাঝেই
ধীরে ধীরে, অচিরে উন্মোচিত হল সত্য
তিল-তিল জুড়ে অর্জিত করলাম একগুচ্ছ খুশি!!


সেদিন এক বিশেষ উপলক্ষে
সবাই কিনল সোনাদানা আর অলঙ্কার
আর আমি কিনলাম এক ছোট্ট সুঁই
সাথে স্বপ্ন বোনার জন্য দরকারি অল্প রেশমের ডোর!!
ভাবলাম নিজের হাতেই বুনবো খুশি
নিজহাতে সযত্নে আবদ্ধ করবো খুশি
বাঁধিয়ে রাখবো অনন্য সুন্দর ফ্রেমে
থাকবে পাশে সারাজীবন ধরে
ঠিক একদম চোখের সামনে
তার সাথে লম্বা লম্বা গল্পগুজবে কেটে যাবে
জীবন শেষ কটি দিন সানন্দে।