নীরবেই নিহত হলো সকালের রৌদ্দুর  
ক্রমাগত পদঘাতে আকাশ ভেঙে পড়ার উপক্রম
সামান্য এক বিদ্যুৎ শিখা ছুঁয়েছে নিয়তি
অহমিকার বৈরিতায় আঁধার মনের আকাশে
স্বভাবতই চির উদাসীন তৃতীয় নয়ন।


জোনাকির আলোয় সর্বশ্রান্ত আঁধার
মধ্যরাতে সূর্য দেখার অনুভূতি থেকে বঞ্চিত
বিবশ শরীরের জ্বালা,যন্ত্রণায় অট্টহাস্য করে
আফসোস!! শেষ ভোরের ঘুমে ,
স্বপ্ন দেখার আর সুযোগ রইল না।


অনেক ব্যর্থ চুম্বন আর্তনাদ করে,
সন্দেহ ছিলই, স্নেহের না কামের?
বুকের প্রশস্ত অভিলাষ্যে অনিশ্চয়তার ছাপ
কিছু হরফ দিশাহীন ঘুণ- পোকার আক্রমণে
ভিজে দেওয়ালের শ্যাওলার দাগ
ব্যাপ্ত মনের কোণ পর্যন্ত
অনাদরে টাঙানো শতাব্দী পুরোনো পঞ্জিকাটি
পারবে কি কাটাতে, মনের বাস্তুদোষ?