জীবনে চলার পথে
তুমি বিনা ফিকে লাগে এগোনোর পথ
মনচাহ প্রশংসা তো করেছে অনেকেই
মিষ্টি মধুর কথার রসে মজেছে মন
প্রসন্ন থেকে প্রসন্নতর হয়েছে মম অন্তর।
কিন্তু সমালোচনার বাক্যবাণ হজমে
এখনও অপারগ কোমল মন।
সে কথাগুলো কি লকারের গচ্ছিত ধন?
না ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া
কোনও অমূল্য সম্পদ।
তারা কি এখনও খোলস ছাড়েনি?
তবে নিশ্চিত প্রয়োগে আসবে সে ব্রহ্মাস্ত্রের  নির্মম প্রহার
স্থান, কাল ও পাত্রের অনুমতি ব্যতীত
ঠিক মোক্ষম সময়ে।


মুদ্রার এপিঠ আর ওপিঠের মতই
মিষ্টির সাথে অম্লের সুসম্পর্ক অতি গভীর
ইতিবাচক ও নেতিবাচক কথা নিয়েই
মসৃণ হোক জীবনের বাকী চলার পথ।