নীরবতার আড়ালে লুকিয়ে থাকা কিছু রহস্য
অবিরাম জানতে চায় এ হৃদয়।
তাকে জানার এক ছোট্ট প্রয়াস
এক সার্থক প্রয়াস ছিল
অবাস্তব, অবান্তর অর্থহীন কিছু প্রশ্ন
সে ঘরের মূল ফাটকের প্রবেশের চাবিকাঠি
যা উত্তর বিহীন।
তবুও ক্রমে ক্রমে প্রশ্নের মায়াজালে
ক্রমাগতভাবে জড়িয়ে পড়ে হৃদয়-মন
বংশীর নিষ্ঠুর ফাঁসে ওষ্ঠাগত প্রাণ
ছটপট করে অল্প একটু বাতাসের প্রার্থনায়।
বাঁচার উপায় আছে কি?
অতি সাধারণ প্রশ্ন,
অজস্র সদুত্তর ভেসে বেড়ায় মনের দীঘিতে
কিন্তু সঠিক উত্তর এখনও জানা নেই।


কিন্তু , ব্যাকুল মন কি জানে না,
উদ্বেলিত করা
গভীর থেকে গভীর সমবেদনা জ্ঞাপন
একটু আর একনিষ্ঠ প্রয়াস
একটু ভরসা, একটু আত্মবিশ্বাস
যথেষ্ট সে পথ অন্বেষণে।


আর ক্রমশই
মৌনের খোঁজ সহজলভ্য,
ধীরে ধীরে আলোকিত হয় সামনের পথ
অতি সুগম পথ,
শুধু একটু প্রচেষ্টা।
সে এক খোঁজ,
এক মহান অনুভূতি
জীবনের এক অনন্য উপলব্ধি
যার তুলনা শুধুমাত্র নিজেরই সাথে।
অবাস্তব প্রশ্নের উত্তরের অশেষ অন্তহীন আনন্দ
পরিপূর্ণ করে হৃদয়-মন
পরিশেষে শুধুই আনন্দ আর আনন্দ
অসীম আর অনন্ত....