মন থেকে বিতাড়িত অতীতের দিনগুলি
পতন হয়েছে যত সব কুমন্ত্রণা
নতুন কিরণ, নতুন আশা, নতুন বাতাসের আগমন
বাঁচব বলেই পৃথিবীতে এমন লড়াই
দ্বিচারিতা বড্ড কাঁদায় অবুঝ মন'রে
অরুণ রাঙা ভোরে পাখীদের কুজন ,ভালো লাগে।
শিশির ভেজা দুর্বাঘাসে অরুণের ছটা
চোখের মাঝে ঝলকানি দেয়
শুকিয়ে আসে মনের তিক্ততা বেলা বাড়ার সাথে
চলার অসুখে মনটা কেমন খুঁতখুঁতে
পেছনে ফিরে তাকানোর অবসর নেই
কিশোর বেলায় ছিল যত রকমের অবহেলা
ঋদ্ধ হতাম সাজিয়ে মনে প্রেমের খেলা
জীবনের নাট্যমঞ্চে বাস্তবের পেক্ষাপট
বিদায়ী বসন্ত, সেখানে অসম্ভবের খেলা
হৃদয়ে রক্তজবা, সুগন্ধি হারানো
হৃদয় উপকূল ছাড়িয়ে প্লাবন দু কুলে
অতীতের দিনগুলো, বড্ড ভাবায়
অকালে অশ্রুপতন বন্ধ হয়েছে নিঃশব্দে।
গোধূলির অস্তলগ্নে শ্বেত বলাকায় রশ্মি ছড়ায়
শুধু একমুঠো অনুরাগের উষ্ণতা।
বলতে দ্বিধা নেই আজ
মন থেকে বিতাড়িত হয়েছে অতীতের দিনগুলি।