হৃদয় অতলান্তে উঠেছে কালবৈশাখীর ঝড়  
অকস্মাৎ হৃদয়ে সুখ সুখ বেদনার অনুভব
অবিকল মনে জাগে চেনা জানা একটি  মুখ
পংক্তিমালার নীচে চাপা অজস্র ব্যথা বেদনা
সহস্র সহস্র হৃদয় বিদারক দীর্ঘশ্বাস পড়ে
এমনটি তো অনুভব করিনি কখনও আগে
সে কি একান্তই আপন কেউ ?


হাতড়ানোর একটু চেষ্টা করি বিগত স্বর্ণাভ দিনগুল
কিন্তু পেছনের ইতিহাসের পাতাগুলি শুধুই সাদা
কলমের আঁচড় এখনও প্রতীক্ষায় শুভলগ্নের
তবে কে সে?
চাক্ষুষ তো হয়নি এখনও,
স্বপ্নে বিভোর মন
ভেসে ওঠে এক মানবীয় মুখমণ্ডল
তার উজ্জ্বলতা ঠিকরে বেরিয়ে আসে
যেন কোনও গোপন উৎস থেকে।


কত স্মৃতি,কত মুখ ঘোরাফেরা করে সামনে
স্মৃতির আয়নায় মুখোমুখি হয়েছি প্রতিচ্ছায়ার সাথে
সঠিক তথ্য এখনও অধরা
তৃষিত নয়ন অহরহ খুঁজে তারে
উদাসী দুপুরে, বিষণ্ণ গোধূলি লগ্নে ও গহীন নিশিতে
খুঁজে পাওয়া যায়নি তারে এখনো
তবে কে সে?
অতৃপ্ত প্রেম?
না হৃদয় বিদারক দীর্ঘশ্বাস মাত্র।।