হোক অবিরাম বৃষ্টি
চাই না কোনও বিরাম
হয়ে থাক মেঘলা মন
সূর্য ঢাকা কালো আকাশ ।

এ কবিতা তুই যা
তার প্রাণে যা
আমার সঙ্গে থাকার
আর নাই দরকার।

মেঘলা মন আমার
সুদুরে ঘন অন্ধকার
আর জ্বালাবোনা কোনও দীপ
রাখব ঘুটঘুটে অন্ধকার।

তার কবিতায় অনেক আলো
যার ছন্দ তুই,
তোর চোখের কাজলে
তার কবিতা ভরে দিস
তোর হাতের ছোঁয়ায়
যার গিটারে লাগলো তাল
তার ছন্দে সুর দিস
পালাস না যেন আর।।

গীটারের তার গুলো
ছিঁড়িস না যেন তুই
তার মন মেঘলা করে
রাখিস না আর তুই।

সব মেঘলা আমি নিয়েছি
সেখানে শুধুই আলো
সেই আলোতে থাক তুই
আমার মেঘলা আকাশই ভালো।