ক্লান্ত দিনের শেষে ধূসর গোধূলি লগ্নে  
রবি মামার লাল আভার সাথে
সন্ধ্যার আবছা কালোর রংমিলান্তির ক্ষণে
পাখিগুলো কিচির মিচির করে ঘরে ফেরে।


উদাস মনে বসে আমি জানালার ধারে
রংমিলান্তির অপরূপ ক্ষণে চেয়ে আছি আনমনে
উদাস মন মেঘ হয়ে উড়ে আসমানে
স্মৃতিগুলো কল্পনার রথে পাড়ি দেয় অতীতে
পুরনো দিনের স্মৃতিগুলো ভীড় করে মনে
সব কিছুই আবছা আর স্মৃতিগুলো যেন
পুরনো ক্যানভাসের উপর ধুলোর পুরু আস্তরণ ।

অতীত, তুমি ফিরে দেখো সে দিনগুলোয়  
আমার কথা কি মনে পড়ে?
যদি ভুলে গেছ আমার পরিচয়
তবে খুলে দেখ হৃদয়ের খাতায় লেখা কবিতাগুলো
খুঁজে পাবে আমার নতুন পরিচয় ।