প্রেম কেন বহুরূপী,
নীরবে এসে চুপি চুপি
টোকা দেয় কোমল মনে
বাঁধে ঘর বুকের আঙিনাতে।।


একাকী রজনী অসীম প্রান্তর
জমেছে মেঘ আঁধার করে
স্তব্ধ আঁধার আছন্ন ঘুমে
একলা বসে পাশের দ্বারে।।


এলোমেলো পথ চলা
মনের সাথে কথা বলা
চলে যায় অধারে নিরবধি
রাগ নয়, ওগো সখী
এ যে অনুরাগের বন্যা।।


নিভু আগুনে,উষ্ণতার ফাগুনে
মাধবী রাতে নিভেছে প্রদীপখানি
কতদিন দেখিনি, তব মুখখানি
ভেঙে গেছে মন চুরচুর।।


স্মৃতির মুকরে হারিয়ে মন
ছুঁয়ে যায় মম অন্তর
যেন সুরের আবেশ ছড়িয়ে
বাজে মাদল বুকে আমার।।


প্রেম কেন বহুরূপী,
নীরবে এসে চুপিচুপি......।