শব্দের জাল থেকে
অৰ্থ নিচড়ে নিংড়ে
যখন আর কিছুই অবশিষ্ট থাকে না
তখন নিরুপায় নিরাশ মন  
নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে যায়।


নিতান্ত নির্বিরোধ, 
একাকী ক্ষুণ্ন মন
অজান্তে নিজের মাঝেই নিজেকে গুটিয়ে
ক্লান্ত চোখে অন্তহীন অপেক্ষায় থাকে
ভোরের প্রথম আলোর পথ চেয়ে।