সুপ্রিয়া অহনা,
অনেকদিন হল তোমার সাথে কোনও যোগাযোগ নেই
কেমন আছো? ভাল তো?
আর অনির্বাণ? সে তো ভুলেই গেছে।


কিছুক্ষণ আগেই ফিরলাম অফিস থেকে
সারাটাদিনের অক্লান্ত পরিশ্রমের শেষে
আরাম কেদারাটিতে চোখ বুঝে
সাঁজের আকাশের তারাগুলোকে দেখতে দেখতে
দুচোখের পাতায় নেমে আসে ক্লান্তির ছোঁয়া
ধীরে ধীরে বন্ধ হয়ে আসে ক্লান্ত চোখের পাতাগুলো
ঘোরের আবেশে, বন্ধ চোখের মাঝে
পুরনো দিনের কথাগুলো ভিড় করে।


আমি ভাবছি, শুধু ভাবছি
স্মৃতির বন্ধ দরজা খুলবো কিনা
নতুন করে স্বপ্নের ঘর সাজাবো কিনা
নতুন করে ছোট্ট ছোট্ট খুশিগুলো একত্রিত করবো কিনা
অম্লমধুর আবছা আবছা স্মৃতিগুলোকে হাতছানি দিয়ে ডাকবো কিনা
অসমাপ্ত স্বপনের উড়ান লাগবো কিনা
আত্মার সাথে মিটে যাওয়া পুরনো সম্পর্ক গড়ব কিনা?
কতই না কথা গিজগিজ করে স্মৃতির ভিড়ে।


ভাবছি, শুধু ভাবছি
এগোনো কদম যদি অপারগ  হয় পুনঃ-অগ্রসরে
চলার পথে আবার যদি হোঁচট খাই নতুন করে
একাকীত্ব গ্লানির কালো বাদল আবার যদি ছেয়ে যায় কোমল মনে।


থরথরে বিচলিত কদম,
ভাবছি আর এগোবো কিনা  
ভাবতে দাও, ভাবতে দাও আরও কিছু কথা
তুমিও তো কিছু উপদেশ দিতেই পারো
ভালো থেকো,
পারলে পাশে থেকো।
ইতি শুভ।