হঠাৎ গহীন সন্ধ্যা নেমে এলো
জীবনের এক অদ্ভুত বাঁকে
আবছা আঁধারে স্পষ্ট ছিল না কোনকিছুই
বয়ঃসন্ধির উৎশৃঙ্খল ক্ষণ, মাতোয়ারা যৌবন
নিষিদ্ধ নেশায় মনে আলাদা আকর্ষণ
বোহেমিয়ান জীবনযাপন, অতিষ্ঠ পরিজন
সুবাক্য কর্ণভেদে ব্যর্থ হয়েছে বারবার।


এমনই একদিন বসেছিল প্রথম নেশার আসর 
সদ্য যৌবনের অহংকারে মত্ত জীবন
একটু বেশিই নেশা হয়েছিল সেদিন
কথাবার্তাগুলো ছিল আবোল তাবোল অসংলগ্ন  
নিঝুম রাতে ল্যাম্প পোস্টের পাশের শুয়ে থাকা
কুকুরটি আর্তনাদ করে উঠেছিল
কামড়েছিল কিনা স্পষ্ট মনে পড়ে না,
ইদানীং পশু প্রেমে আসক্ত মন
আচরণগুলো কেমন যেন সন্দিগ্ধজনক।


বাড়ির দরজাতে করাঘাত করেছিলাম বারবার
প্রতিবেশীদের তীব্র তাচ্ছল্যে জুটেছিল
শুধু খোলেনি সদর দরজার খিল
আজও ত্যাজ্য,
জীবনের প্রথম ও শেষ ভুল ছিল সেদিন। 


ত্যাজ্য এক নিদারুণ অভিশাপ,
অতৃপ্ত কান্না জমে জমে পরিণীত বিষাদ সিন্ধুতে
নির্লজ্জ বেহায়া অনেক তকমাধারী গুণী ব্যক্তি আমি
তবুও প্রাণের কোণে জিইয়ে একরত্তি আশা এখনও বাকী
রিমঝিম বৃষ্টি নামবে নিশ্চয় একদিন
মোহবন্দী কাকভেজা বৃষ্টির নির্বাক জাদুকরী লগ্নে
ভেবে রেখেছি,
বৃষ্টির ছন্দে ছন্দে প্রাণভরে কাঁদবো
রাগ,অনুরাগ ও অভিমানের শব্দগুলো
সমুলে উৎখাতের অপেক্ষা মাত্র
অভিশপ্ত জীবন থেকে মুক্তি শুধু সময়ের অপেক্ষা
অনুতপ্ত হৃদয়
ভুলের প্রায়শ্চিত্ত নিশ্চিৎ আছে বিধানে
আসবে কি সে শুভক্ষণ জীবনে?