তাকিয়েই থাকি সেদিকে,
কিছুক্ষণ ধরে, বেশ কিছুক্ষণ ধরেই
হয়তো একটি বিশেষ মুহূর্তের জন্যে
কেবল দেখি, তাকিয়েই থাকি নিষ্পলক
ম্যাজিকের মত মন্ত্রমুগ্ধ হয়ে।


গভীর চিন্তার সংস্রব থাকে না সে তাকানোর মাঝে
নেহাৎই কৌতূহল যেন ম্যাজিকের সম্মোহন
বিশেষ দার্শনিক প্রতিক্রিয়াও ঘটে না মনে
তবুও তাকাই নিষ্পলকে।


যা সুন্দর তাই আকৃষ্ট করে প্রতিনিয়ত
ভেদাভেদও আছে সে তাকানোর মাঝে
সুন্দর-কুৎসিতের,  আনন্দ ও বিরক্তির
ভাললাগা ও না লাগার নিত্য নতুন ভেদাভেদ।


পলক, অনন্ত পৃথিবীর জটিলতম সংকেত
জটিল ও জীবন্ত সাংস্কৃতিক সাড়া জাগানো ঝড়
অনুরণন প্রেম নয়, আধ্যাত্মিকতাও নয়
নেই কোনও আধুনিকতা ক্ষণমুহূর্তের দেখাটিরও মাঝে।


দেখার মুহূর্তটিই বাস্তব, তারে ছোঁয়া যায় না,
ভোগদখল বা স্বত্বাধিকারী হওয়া যায় না, 
তবুও দেখি, তবুও তাকাই নিষ্পলক
কেন তাকাই, কেন দেখি ক্ষনিকের জন্যে?