কেন জেগেছিল ঠুনকো আশা
দিকভ্রষ্ট পথিক তোমার মনে
যদিও জীবনের চাওয়া-পাওয়া গুলো
অস্তমিত হয়েছিল সময়ের চক্রবৃহে।


জানি ছিল অটল বিশ্বাস
আর সাড়া জাগানো আহ্বান
তাই তো বেরিয়ে পড়েছিল একদিন
সম্পূর্ণ অজানা রাহে, একাকী
স্বতঃস্ফূর্ত জাগাতে পৃথিবী সমগ্রকে।


তবে আজ কেন এতো অযথা বাহানা
কেন এত ধীরূজ, করছো গড়িমসি
শুয়ে আছো মখমলের কোমল তোষকে।