গতকাল সন্ধ্যায় গোধূলি লগ্নে
ঠিক আলো আঁধারের রংমিলান্তির সন্ধিক্ষণে
তোমার আগমনের সুসংবাদ শুনেছিলাম
এক অচেনা সংবাদ বাহকের মুখে
বিশ্বাস হয়নি কিন্তু,
সংবাদ প্রাপ্তির ক্ষণ থেকেই
আশেপাশের সব কিছুই বদলে যাচ্ছে অদ্ভুতভাবে।
মৌসম তার ঠিকানা বদলে আস্তানা গড়েছে পাশেই,
চুপিচুপি চৌখাটে দাঁড়িয়ে চাঁদ,
এক ঝুলি রুপোলী হাসি নিয়ে
আঙিনাতে টুকরো টুকরো তারাদের দল
শুনেছি তাদের বলতে, ছোট্ট ছোট্ট বার্তালাপের মাঝে
তুমি নাকি তাদেরই পা মাড়িয়ে
জগমগিয়ে যাবে পথ ঝিকিমিকিতে।
ছোটছোট গোলাপ ফুলগুলোর অদ্ভুত আর্জি
খুশবু ছড়াবে ততদিন, যতদিন তুমি থাকবে পাশে
সুরভিত করবে তোমার শয়নকক্ষের কোণা কোণা।
একদল জোনাকির আনাগোনায় উজ্জ্বল ঝলমলে আঙিনা
পাগলা হওয়া আর কালো বাদল
ঠাঁই দাঁড়িয়ে সেই কখন থেকেই
হাতে নৈবদ্যের থালি, শুধু তোমারই বোধনের তরে।
নিঝুম রাত্রি উদাসীন,
সেও উদগ্রীব  মিলনের আশে
দোহায় তোমায়, শীঘ্রই এসো
উচাটন মন, ক্লান্ত শরীর
অন্তহীন অপেক্ষায় কালির ছোঁয়া নয়নদ্বয়ে
উবে গেছে শেষ ঘুমটুকুও
আর কত দেরি?
শিগ্রিই এসো
তর যে সহে না আর।।