শান্ত,ছন্নছাড়া বাঁধনহীন ছিল জীবনের প্রতিটি ক্ষণ  
নিয়মের কোনও তোয়াক্কা না করেই
কেটেছে বোহেমিয়ান জীবন নিজের খেয়াল খুশিতে
ছিল কিছু অল্প চাওয়া আর ছিল কিছু অল্প পাওয়া
বেশ খুশি ছিলাম লাগামহীন জীবনের সাথে
বেশ সুখময় ছিল সে জীবন ।  


আজ জীবনের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি
নিরাশার গহীন সন্ধ্যা নেমেছে চিরতরে মন আঙিনাতে
না, কোনও ভুল ছিল না তার
আমিই ছিলাম বোকা, হ্যাঁ বড্ড বোকা
খুব হাসি পায় সে কথাগুলো পুনরায় ভাবলে।


হাঁ, আমিই ভুল বুঝেছিলাম ,
বুঝিলি তার কথাগুলোর যথার্থ
ভালোলাগার আবেশে বলা তার সুমধুর কথাগুলো
আমিই ভুলে ভালোবাসা ভেবে বসেছিলাম।


বড্ড একাকী এ হৃদয়
নিঃস্ব ভিখারির ন্যায় অসহায় এখন
এ হৃদয়ের চাওয়া-পাওয়া এখন অতীতের অন্তরালে নিমজ্জিত ,
চুরিরও আর নেই কোনও ভয়    
হারানোর শেষ সম্বলটুকুও যে আর নেই অবশেষ।